close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা সহ আটক ১..

Badsha Alamgir avatar   
Badsha Alamgir
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ইকবাল হোসেন (খ-সার্কেল) এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স আব্বাস আলী, মামুন রহমান, মোঃ রাতুল মিয়া, সুব্রত বর্মন, মেহেদী হাসান ও মোঃ জাহিদুল ইসলাম এদের সমন্বয়ে একটি টিম গঠন করে আজ (সোমবার) ১৯-০৫-২০২৫ ইং সকাল ১১ টায় দৌলতপুর থানাধীন হোসেনাবাদ স-মিল পাড়া থেকে আসামির বসত ঘরে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিক ব্যাগের মধ্যে পলিথিন দিয়ে মোড়ানো অবৈধ মাদকদ্রব্য ২ (দুই) কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৮০,০০০/ (আশি হাজার) টাকা।

গ্রেফতারকৃত আসামি হলেন, মোঃ আব্দুর রাজ্জাক মন্ডল (৬০), পিতা-মৃত মনির উদ্দিন মন্ডল, হোসেনাবাদ স-মিল পাড়া, দৌলতপুর, কুষ্টিয়া।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এজাহারভুক্ত গ্রেফতারকৃত আসামি মো: আব্দুর রাজ্জাক মন্ডল (৬০) কে মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের
উদ্দেশ্যে নিজ বসত বাড়িতে সংরক্ষণ করার অপরাধে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো: ইকবাল হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নে আমাদের এমন অভিযান চলমান থাকবে।

Inga kommentarer hittades