কুষ্টিয়া জেলার ভেড়ামারায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। একই দিনে ভ্রাম্যমান আদালতের নির্দেশে আরও চারজন মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২০ অক্টোবর) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক (খ- সার্কেল) মোঃ ইকবাল হোসেন এর নেতৃত্বে একটি অভিযান পরিচালিত হয়। ভেড়ামারা থানাধীন চাঁদগ্রাম ৩ নং ব্রিজ সংলগ্ন এলাকায় সর্দার ট্রেডার্স মুদি দোকানের সামনে অবস্থানরত মোঃ মাসুদ রানা (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
তল্লাশিতে তার পরিহিত ট্রাউজারের ডান পাশের পকেট থেকে একটি সিনথেটিক ব্যাগে রাখা ৯০ (নব্বই) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। ট্যাবলেটগুলোর মোট ওজন ৩৬ গ্রাম, আনুমানিক মূল্য প্রায় ২৭,০০০ টাকা। ঘটনাস্থলে সাক্ষীদের উপস্থিতিতে জব্দতালিকা তৈরি ও নমুনা সংরক্ষণ করা হয়।
এ ঘটনায় আসামী মোঃ মাসুদ রানা, পিতা-মোঃ রেজাউল, সাং- দক্ষিণ পাড়া, বাহিরচর, ভেড়ামারা, কুষ্টিয়া এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় ভেড়ামারা থানায় মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া একই দিনে ভ্রাম্যমান আদালতের রায় অনুযায়ী আরো চার জন আসামীকে গাঁজা ও টেপেন্ডা ডল সেবনের অপরাধে আসামিদের সাজা কার্যকর করা হয়।
চার জন আসামীরা হলেন, মোঃ নাসির উদ্দিন (৪০) গাঁজা সেবনের অপরাধে ৬ মাসের কারাদণ্ড ও ১০,০০০ টাকা জরিমানা। মোঃ বাবু শেখ (৩৮) ট্যাপেন্টাডল সেবনের অপরাধে ৩ মাসের কারাদণ্ড ও ৫,০০০ টাকা জরিমানা। মোঃ মনিরুজ্জামান (৫০) গাঁজা সেবনের অপরাধে ৩ মাসের কারাদণ্ড ও ১০,০০০ টাকা জরিমানা। মোঃ তোফাজ্জেল (৭০) ট্যাপেন্টাডল সেবনের অপরাধে ৩ মাসের কারাদণ্ড ও ৫,০০০ টাকা জরিমানা।
সব আসামীদের সাজা কার্যকর করতে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয় জানিয়েছে, মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে এবং জেলার প্রতিটি থানায় বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত কুষ্টিয়া গড়তে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষকে একসাথে কাজ করতে হবে।
close
লাইক দিন পয়েন্ট জিতুন!
কুষ্টিয়ার ভেড়ামারায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক, আদালতে চারজনের কারাদণ্ড..


कोई टिप्पणी नहीं मिली