close

লাইক দিন পয়েন্ট জিতুন!

কুষ্টিয়ায় বিএসটিআইয়ের মোবাইল কোর্ট অভিযান

Badsha Alamgir avatar   
Badsha Alamgir
কুষ্টিয়া শহরে ভোক্তাদের স্বার্থ রক্ষায় জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আঞ্চলিক কার্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত হলো বিশেষ মোবাইল কোর্ট।..

গত সোমবার (২৫ আগস্ট ২০২৫) দিনব্যাপী এ অভিযান চালানো হয় শহরের ত্রিমোহনী ও মজমপুর এলাকায়।

অভিযানে প্রথমেই ত্রিমোহনী এলাকার তিনটি সুপরিচিত ফিলিং স্টেশন—মোহনা ফিলিং স্টেশন, জান মোহাম্মদ ফিলিং স্টেশন ও আনোয়ারা ফিলিং স্টেশন—পরিদর্শন করা হয়। প্রতিটি প্রতিষ্ঠানের জ্বালানি তেলের পরিমাপ যথাযথ ও সঠিক পাওয়া যায়। আইন মেনে ব্যবসা পরিচালনা করায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ ও প্রশংসা জানায় জেলা প্রশাসন ও বিএসটিআই কর্তৃপক্ষ।
কিন্তু একই এলাকার বাইরে মজমপুর দাদাপুর রোডের এম আর এস ইন্ডাস্ট্রিজ লিমিটেডে গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র। প্রতিষ্ঠানটি প্রতি ১০ লিটার অকটেন তেলে ৪৬ মিলিলিটার কম সরবরাহ করছে। ভোক্তাদের সাথে এ প্রতারণার দায়ে “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮” অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা (জুডিসিয়াল মুন্সিখানা শাখা ও প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়ন শাখা)। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্বে ছিলেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) সুমন কুমার পাল।
প্রসঙ্গত, নিয়মিত বাজার তদারকি ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএসটিআই কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়। তাদের মতে, নিয়মিত এসব অভিযানের মাধ্যমে একদিকে যেমন সৎ ব্যবসায়ীরা উৎসাহিত হবেন, অন্যদিকে প্রতারণাকারীরা আইনের আওতায় আসবে।

Walang nakitang komento