close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

কুশলিয়া দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুশলিয়া দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ঈদ পুনর্মিলনী ২০২৫..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা :

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুশলিয়া দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ঈদ পুনর্মিলনী ২০২৫।

রবিবার (৮ জুন-২৫) সকাল ১০টায় অত্র মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত মিলনমেলায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সুপার মাওলানা আব্দুল মোমেন। রিইউনিয়ন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ ইয়াসিনুজ্জামান অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর বিশ্ব- বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ বখতিয়ার উদ্দিন। প্রধান আলোচকের বক্তব্য রাখেন তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী একান্ত সচিব মুহাম্মদ মাহবুব আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসার এডহক কমিটির সভাপতি আলহাজ্ব শেখ গিয়াস উদ্দিন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মোঃ রওশান আলী, বালিয়াডাঙ্গা মাহমুদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আজিজুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, রিইউনিয়ন কমিটির আহ্বায়ক মোঃ নাহিদ হোসেন, মুখ্য সমন্বয়ক মো. জাকারিয়া হোসাইন, অর্থ বিভাগ সমন্বয়ক ডা. এস. এম. আসাদুল্লাহ, পুরস্কার বিভাগ সমন্বয়ক আবু রায়হান, প্রকাশনা বিভাগের মাসুম বিল্লাহ, কামরুল ইসলামসহ আরও অনেকে।

অনুষ্ঠানটি সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রিইউনিয়ন বাস্তবায়ন কমিটির সদস্যরা।

সমগ্র অনুষ্ঠানজুড়ে ছিল আবেগ, স্মৃতি, আনন্দ ও সৌহার্দ্যের এক অপূর্ব মিলনমেলা ।উল্লেখ্য, ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত কুশলিয়া দারুস সুন্নাত দাখিল মাদ্রাসা কালিগঞ্জ উপজেলার অন্যতম সেরা ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সুপরিচিত।

Nessun commento trovato