close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

কুর্মিটোলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে এক যাত্রী

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের ইউটার্নে লরির সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোর ৫টার পর এ দুর্ঘটনা ঘটে।..

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ইউটার্ন নেওয়ার সময় একটি লরির সঙ্গে সিএনজির তীব্র সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত এক যাত্রীকে দ্রুত কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সিএনজির চালক ও আরেক যাত্রীও গুরুতর আহত হয়েছেন। তারা বর্তমানে কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন, তবে তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

দুর্ঘটনার পর এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি হলেও অটোরিকশাটি সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

Aucun commentaire trouvé