কুমিরা, সাগরদাড়ি মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনা: মা-ছেলে নিহত..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
কুমিরা এলাকায় মা ও ছেলেকে নিহত করেছে মোটরসাইকেল দুর্ঘটনা। দুইজন অপর আহত হয়েছেন..

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার কুমিরা কদমতলা এলাকায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বাবা ও মেয়ে।

শুক্রবার (২৫ এপ্রিল ') দুপুরে উক্ত ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  নিহতরা হলো খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি এলাকার স্ত্রী রিতা সাধু (৩২) ও তিন বছর বয়সী ছেলে সৌরভ সাধু।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরের দিকে কাপড় ব্যবসায়ী অপূর্ব সাধু মটরসাইকেল যোগে স্ত্রী ও দুই সন্তান নিয়ে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামে শ^শুর বাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে তালার কুমিরার কদমতলা এলাকায় রাস্তা পারাপারের সময় ইমাদ পরিবহন তাদেরকে স্বজরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় অপূর্ব সাধু ও তার সাত বছর বয়সী মেয়েকে। 

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইনুদ্দিন জানান, সাগরদাড়ি রোডে  প্রবেশের সময় বাসটি প্রথমে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা সড়কে ছিটকে পড়েন। এরপর বাসটি না থামিয়ে রিতা সাধু ও তার শিশু ছেলের ওপর দিয়ে চালিয়ে যায়। সামনের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। অপর দুইজন আহত হয়েছেন।

Hiçbir yorum bulunamadı