কুমিল্লায় তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ..

Rabiul Alam avatar   
Rabiul Alam
****

মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্য, অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লায় বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে আজ বিকেল সাড়ে ৪টায় কুমিল্লা শহরের জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে মিছিলটি পূবালী চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, যারা রাজনীতিতে এসেছে দুদিন হলো, তারা এখন রাজনীতির বটবৃক্ষদের নিয়ে কুরুচিপূর্ণ ভাষায় বক্তব্য দিচ্ছে। এটা রাজনীতির জন্য অত্যন্ত লজ্জার বিষয়।

বিক্ষোভে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ভিপি আশিক রহমান মাহমুদ ওয়াসিম, বিএনপি নেতা সিদ্দিকুর রহমান, দুলাল চেয়ারম্যান, ইউসুফ আলী মির পিন্টু, সুমন চেয়ারম্যান, সাবেক কাউন্সিলর খলিলুর রহমানসহ কুমিল্লা দক্ষিণ ও লালমাই উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মনিরুল হক চৌধুরী বলেন,

 “আমার প্রিয় নেতা তারেক রহমানসহ দলের সিনিয়র নেতাদের নিয়ে যারা কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, আমরা আজ শুধু প্রতিবাদ জানাচ্ছি , আগামীতে এর কঠোর প্রতিরোধ গড়ে তুলবো।”

সমাবেশ শেষে তিনি  ঢাকায় ছাত্রছাত্রীদের মৃত্যুর ঘটনায় দোয়া ও মোনাজাত করেন।
স্লোগানে স্লোগানে মুখরিত কুমিল্লার রাজপথে বিএনপির হাজারো নেতাকর্মী তারেক রহমানের প্রতি একাত্মতা প্রকাশ করে বলেন, “ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না, আমরা রাজপথেই জবাব দেবো।”

Ingen kommentarer fundet