close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

কুমিল্লায় মানবাধিকার কর্মীর ওপর হামলা, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ীর পরিবার..

Rabiul Alam avatar   
Rabiul Alam
****
মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।। 
 
বিগত ৯ বছর ধরে নানা অন্যায়ের শিকার হচ্ছেন নগরীর ৪নং ওয়ার্ড পুরাতন চৌধুরী পাড়ার, ইসলামপুর এলাকার বাসিন্দা, জাতীয় ও অনলাইন পত্রিকার সাংবাদিক, মানবাধিকার কর্মী মওদুদ আব্দুল্লাহ শুভ্র। একের পর হুমকি কারনে ২০১৭ সালে নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য কুমিল্লা কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন।যার নাম্বার  -১৫৭ তারিখ-০৩.০৫.২০১৭।পরের বছর ২০১৮ সালের ২৮ জুন ফের একটি জিডি করেন তিনি।
 
সাংবাদিক মওদুদ জানান, গ্রামের বাড়ী বরুড়া কেমতলীতে জাওয়ার পথে নিমশার এলাকায় সন্রাসী  হামলার শিকার হন।এ ঘটনায় আদালতে একটি মামলা দায়ের করলে মামলাটি বরুড়া থানা পুলিশের এস আই খাদেমুলের তদন্তাধীন থাকা সময়  জোরপূর্বক প্রত্যাহারের চাপ দেওয়া হয়। এরপর  জনমনে নাসকতা ছড়িয়ে আতঙ্ক  তৈরি করতে এবং ভয় ভীতি দেখাতে তার সাথে প্রান নাসের চেস্টা করতে একটি সন্ত্রাসী  চক্র সাংবাদিক ও ক্ষুদ্র ব্যবসায়ী মওদুদ আব্দুল্লাহ শুভ্র বাসার সামনে ২০২০ সালের ১৫ ফেব্রুয়ারি ককটেল বিস্ফোরণ চালায়। এক পর্যায়ে তিনি প্রশাসন সহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ মহলে লিখিত ভাবে তার সাথে এবং তাকে টার্গেট করে তার পরিবারের সাথে  বিভিন্ন অন্যায়-অত্যাচার সহ বিবিধ অপরাধ করে আসে এর উপর ভিত্তি করে মওদুদ আব্দুল্লাহ ভুক্তভোগী হয়ে লিখিত অভিযোগ আকারে উক্ত সমস্যাগুলোর প্রতিকার ও সমাধান প্রাপ্তির জন্যে  আবেদন করেন। এ সকল আবেদন গুলো গুরত্ব সহকারে এখতিয়ার
কোন মন্তব্য পাওয়া যায়নি