close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

কুমিল্লায় বিয়ের রাতেই হার্ট অ্যাটাকে বরের মৃত্যু

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
বিয়ের আনন্দ মুহূর্তেই বিষাদে রূপ নেয় কুমিল্লার দাউদকান্দির এক পরিবারে। বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বর অমিত সরকার। শুক্রবার (১ আগস্ট) তার মৃত্যুর একটি ভিডিও সামাজিক যোগাযো..

নিহত অমিত সরকার কেরণখাল ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের প্রবাসী দিলীপ সরকারের ছেলে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভিংরাব গ্রামে তার বিয়ে হওয়ার কথা ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে অমিত বিদেশ থেকে দেশে ফিরেছিলেন বিয়ে করতে। বৃহস্পতিবার রাতে  ছিল বিয়ের আনুষ্ঠানিকতা। রাত ৯টার দিকে বরযাত্রী রওনা দেয়। গৌরিপুর এলাকায় পৌঁছালে হঠাৎ বুকব্যথা শুরু হয়  অমিতের।

 দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। পরে রাতেই ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক অমিতকে মৃত ঘোষণা করেন।

বরযাত্রায় থাকা প্রতিবেশী গুরুপদ সরকার জানান, বরযাত্রার গাড়ি বহরে তিনিও ছিলেন। কিছু দূর এগিয়ে যাওয়ার পর বরের গাড়ি থেকে ফোন আসে, ফিরে যেতে বলা হয়। গৌরিপুর হাসপাতালে নেওয়ার পরও অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকায় নেওয়া হয়, কিন্তু শেষরক্ষা হয়নি।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তারা মৃত্যুর খবর পেয়েছেন , তবে কেউ এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেয়নি।

Tidak ada komentar yang ditemukan