close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

কুলাউড়ায় স্বামী-স্ত্রীর দ্বন্দ্ব, প্রতিবাদ করায় খু/ন প্রতিবেশী যুবক..

Abdul Aziz avatar   
Abdul Aziz
শুক্রবার (৩০ মে) সকাল সাড়ে ১০টায় পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ব্যক্তির নাম আব্দুল হান্নান (৩০)। তিনি বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের বাসিন্দা।
অপরদিকে নিহত শাহীন আহমেদ ..

অপরদিকে নিহত শাহীন আহমেদ কুলাউড়া পৌরসভার জয়পাশা এলাকার বাসিন্দা ইসহাক আলীর ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার জয়পাশা কলোনীতে ভাড়া বাসায় স্ত্রী নিয়ে বসবাস করতেন আব্দুল হান্নান। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে বিরোধ চলছিল তার। বিভিন্ন সময় স্ত্রীকে নির্যাতনও করতেন তিনি।

 

বিষয়টি নিয়ে স্থানীয় লোকজনের কাছে বিচারপ্রার্থী হয় হান্নানের স্ত্রী। একপর্যায়ে হান্নানের স্ত্রী গত বুধবার নির্যাতনের বিষয়টি প্রতিবেশী শাহীন আহমদকে জানায়। পরে শাহীন ভুক্তভোগীর স্বামী আব্দুল হান্নানের কাছে কারণ স্ত্রীকে নির্যাতনের কারণ জানতে চায়। এক পর্যায়ে হান্নানকে একটি থাপ্পড় দেন তিনি।

 

এ ঘটনার প্রতিশোধ নিতে শুক্রবার সকালে শাহীন বাজার করতে গেলে তাকে ছুড়িকাঘাত করে পালিয়ে যায় অভিযুক্ত হান্নান। পরে স্থানীয়রা শাহীনকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

 

ছুড়িকাঘাতে প্রতিবেশীকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার। তিনি বলেন, নিহত শাহীনের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত হান্নানের পিতাকে আটক করে থানায় আনা হয়েছে। হান্নানকে গ্রেপ্তারে পুলিশের কয়েকটি টিম অভিযান অব্যাহত রেখেছে।

 

সুত্র: কালের কন্ঠ

Inga kommentarer hittades