close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

কুলাউড়ায় যুবকের আত্মহত্যা,ফেসবুকে ছিল পূর্বাভাস

Satyajit Das avatar   
Satyajit Das
মৌলভীবাজারের কুলাউড়ায় ফেসবুকে ‘মরা ছাড়া আর কোনো গতি নাই’ লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রাহাতুল ইসলাম রাহাত (৩০)। হতাশা ও পারিবারিক কলহ থেকেই আত্মহত্যার পথ বেছে নেন বলে ধারণা করছে পুলিশ। এর আগে ..

সত্যজিৎ দাস:

মৌলভীবাজারের কুলাউড়ায় ফেসবুক স্ট্যাটাস দিয়ে রাহাতুল ইসলাম রাহাত (৩০) নামের এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

 

রোববার (৬ জুলাই) বিকেলে উপজেলার কাদিপুর ইউনিয়নের চাতলগাঁও এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। আত্মহত্যার আগে রাহাত তার ফেসবুক ওয়ালে লেখেন-“মরা ছাড়া আর কোনো গতি নাই।”

 

কুলাউড়া থানার ওসি গোলাম আপছার সোমবার (০৭ জুলাই) জানান,পারিবারিক কলহ ও চরম মানসিক অস্থিরতা থেকে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রাহাতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

 

রাহাতের ফেসবুক প্রোফাইল ঘেঁটে দেখা যায়,তিনি গত কয়েক মাস ধরেই মানসিক অস্থিরতা ও হতাশার নানা বার্তা দিচ্ছিলেন।

 

মাত্র দুই দিন আগে তিনি আরেকজন আত্মহত্যাকারী রাসেল নামের এক যুবকের খবর শেয়ার করে লিখেছিলেন-“আমারও পরিস্থিতি আসছে।” এর আগেও,২৮ জুন তিনি লেখেন-“হঠাৎ সবাইকে ছেড়ে চলে যাবো।”

 

এছাড়া নিয়মিতভাবে বিভিন্ন বিষণ্নতা-ভিত্তিক রীলস ও ভিডিও শেয়ার করতেন,যা তার মানসিক অবস্থার ইঙ্গিত বহন করে।

রাহাত ২০২৩ সালের ১৭ মার্চ বিয়ে করেন। তার ১৫ মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।

তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

לא נמצאו הערות