close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

কুয়াকাটায় সৈকতে ফের ভেসে এলো অজ্ঞাত মরদেহ

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের চর ধূলাসার এলাকার ভাঙ্গা পয়েন্ট থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ৮টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থল..

নৌ-পুলিশ জানায়, উদ্ধারকৃত মরদেহটির পরনে ছিল কালো টি-শার্ট ও কালো হাফ প্যান্ট। অর্ধগলিত অবস্থায় থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি কয়েক দিন আগে সমুদ্রে ডুবে যাওয়া কোনো জেলের মরদেহ  হতে পারে।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, “৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে চর ধূলাসার এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”

ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং আইনগত প্রক্রিয়া সম্পন্নের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

لم يتم العثور على تعليقات