কঠোর গোপনীয়তায় কারাগার থেকে সরানো হলো স্ত্রীসহ সন্ত্রাসী সাজ্জাদকে..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
Top criminal Chhoto Sajjad has been secretly transferred from Chattogram to Rajshahi jail due to ongoing criminal activities from behind bars.

কারাগারে থেকেও অপরাধ পরিচালনার অভিযোগে কঠোর গোপনীয়তায় ছোট সাজ্জাদকে রাজশাহী কারাগারে স্থানান্তর করা হয়েছে।

চট্টগ্রামের অপরাধ জগতের অন্যতম প্রভাবশালী নাম, শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে কঠোর নিরাপত্তা ও গোপনীয়তার মাধ্যমে রাজশাহী কারাগারে স্থানান্তর করা হয়েছে। একইসঙ্গে তার স্ত্রী তামান্না শারমীনকেও পাঠানো হয়েছে ফেনী কারাগারে। প্রায় ১০ দিন আগে এই স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন হলেও, সোমবার (২৪ নভেম্বর) রাতে বিষয়টি জানাজানি হয়, যা স্থানীয় প্রশাসন এবং অপরাধ বিশ্লেষকদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

কারা কর্তৃপক্ষ স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করে জানায়, সাজ্জাদ এবং তার স্ত্রীকে পৃথক দূরবর্তী কারাগারে পাঠানোর মূল কারণ হলো নিরাপত্তা নিশ্চিত করা। স্থানীয় প্রশাসন ও গোয়েন্দা সূত্রগুলো জানিয়েছে, সাজ্জাদ কারাগারে বন্দি থাকা অবস্থাতেও তার অপরাধমূলক কর্মকাণ্ড থেমে ছিল না। ডাবল মার্ডারসহ সাম্প্রতিক একাধিক হত্যাকাণ্ডে তার নাম উঠে আসে। এছাড়া চাঁদাবাজি এবং এলাকাভিত্তিক ভয়ভীতি প্রদর্শনের মতো অপরাধে কারাগার থেকে তার নির্দেশনার প্রমাণ পাওয়া যায়। মূলত, কারাগারে বসে সাজ্জাদের অপরাধ সিন্ডিকেট পরিচালনায় লাগাম টানতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে থাকা সাজ্জাদের বিরুদ্ধে এক ডজনেরও বেশি মামলা রয়েছে। গত ১৫ মার্চ ঢাকার বসুন্ধরা সিটি থেকে গ্রেপ্তারের পর থেকেই তিনি এই কারাগারে ছিলেন। কারাগারের অভ্যন্তরে থেকেও প্রভাবশালী এই বন্দির তৎপরতা রোধ করাই দূরবর্তী স্থানে স্থানান্তরের প্রধান উদ্দেশ্য। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন এবং ডিআইজি প্রিজন ছগির মিয়া দুজনকেই ভিন্ন ভিন্ন কারাগারে স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

Hiçbir yorum bulunamadı


News Card Generator