close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ক্ষতিকর জীবাশ্ম জ্বালানি বিনিয়োগ বন্ধে জলবায়ু সুবিচার চেয়ে মানববন্ধন ও পদযাত্রা..

abrar Labib avatar   
abrar Labib
কুড়িগ্রাম এ জলবায়ু সুবিচার চেয়ে এবং জীবাশ্ম জ্বালানি বন্ধে মানববন্ধনে অংশ নেয় শতাধিক তরুণ-তরুণী..

শুক্রবার বেলা ১১টায় "ইসলামী রিলিফ বাংলাদেশ" এর অর্থায়নে এবং "YouthNet Global" এর সহযোগিতায় কুড়িগ্রাম এ অনুষ্ঠিত হয় "গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক"।

এসময় উপস্থিত ছিলো ইয়ুথনেট গ্লোবাল, ভলান্টিয়ার ফর বাংলাদেশ, বিডি ক্লিন, স্টেপআপ সহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের শতাধিক তরুণ-তরুণী।

" ভুয়া সমাধান নয়, নবায়নযোগ্য শক্তি চাই" সহ নানা স্লোগানে তুলে ধরেন। এসময় ইয়ুথনেট গ্লোবাল এর রংপুর বিভাগীয় উপদেষ্টা সুজন মহন্ত বলেন, "ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে হলে জ্বালানি নীতিতে নবায়নযোগ্য শক্তি গুলোকে প্রাধান্য দিতে হবে। কার্বন নিঃসরণ কমাতে হলে বিশ্বের উন্নয়ত দেশ গুলোকে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ করতে হবে।"
এছাড়াও তিনি উত্তর বঙ্গের কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে প্রবাহিত ৪শতাধিক নদ-নদীর কথা উল্লেখ করে চরের মানুষদের দুর্বিষহ জীবনের কথা তুলে ধরে "চর মন্ত্রণালয়"-এর প্রস্তাব পেশ করেন।

"ইসলামিক রিলিফ বাংলাদেশ" এর কুড়িগ্রাম জেলা সহকারী প্রকল্প কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, "বৈশ্বিক তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে অবশ্যই জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ করতে হবে, এব্যাপারে সকল বহুজাতিক ব্যাংক ও শিল্প প্রতিষ্ঠান গুলোকে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে বাংলাদেশ সরকারের সমিন্বত বিদুৎ ও জ্বালানি মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে ব্যয়বহুল ও দূষিত জীবাশ্ম জ্বালানির ব্যবহার আরও বাড়বে, যা জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব ফেলবে।"

ইয়ুথনেট গ্লোবাল কুড়িগ্রাম জেলার সমন্বয়ক রাকিবুল ইসলাম তানিম বলেন, "আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে উন্নত দেশগুলো যে প্রতিশ্রুতি দিয়েছে, তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের মতো ক্ষতিগ্রস্ত দেশগুলোর উপর চাপিয়ে দেয়া জলবায়ু ঋণ নিঃশর্তভাবে মওকুফ করতে হবে।"

Nenhum comentário encontrado


News Card Generator