close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ক্ষেতলালে আ'লীগের ‘গোপন ষড়যন্ত্রের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল..

Muhammad Abdul Hai avatar   
Muhammad Abdul Hai
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় আওয়ামী লীগের ‘গোপন ষড়যন্ত্রের’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।..

শনিবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলা সদরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

 

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও উত্তর অঞ্চল জাতীয়তাবাদী ফোরামের সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট ২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি মো.আব্বাস আলী। এ সময় উপস্থিত ছিলেন মামুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফখরুজ্জামান চৌধুরী রুমি, ক্ষেতলাল যুবদলের সদস্য সচিবসহ ক্ষেতলাল থানা বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতারা ।

 

 

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার উদ্দেশ্যে গোপনে ষড়যন্ত্রে লিপ্ত। তাঁরা বলেন, অবিলম্বে এই ষড়যন্ত্র বন্ধ করে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে।

 

 

বক্তারা আরও দাবি করেন, বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক ‘অবৈধ’ প্রধানমন্ত্রী বিদেশের মাটিতে বসে ‘ইন্ডিয়ান ফর্মুলা’ বাস্তবায়নের মাধ্যমে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। বক্তারা শেখ হাসিনার বিচার এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান।

No comments found