close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

কর্ণফুলীতে আগুনে ৬ ঘর পুড়ে ছাই, নারীসহ তিনজন দগ্ধ

Imran Hossain avatar   
Imran Hossain
****

চট্টগ্রামের কর্ণফুলীতে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পুড়ে গেছে ৬টি বসতঘর। এসময় আগুনে দগ্ধ হয়েছেন নারীসহ তিনজন। শুক্রবার (১৮ এপ্রিল) রাত তিনটার দিকে উপজেলার শিকলবাহা ৪ নম্বর ওয়ার্ডের শাহ অহিদিয়া পাড়ার মৌলানা হাসেমের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।


আগুনে দগ্ধরা হলেন, ওই এলাকার মো. ইব্রাহিম (৫০), মো শফিক (৪৭) এবং তাদের মা লায়লা বেগম (৭০)। তবে প্রাথমিক চিকিৎসা নিয়ে লায়লা বেগম বাড়িতে ফিরলেও তার দুই ছেলে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, রাত তিনটার দিকে ওই এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে মো. ইব্রাহিম (৫০), মো. শফিক (৪৭), মো. ইসহাক (৪০), মো. শুক্কুর (৫০), মনা মিয়া (৪৮) এবং কালাম (৫০) ঘর আগুনে পুড়ে যায়। এতে ৩৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুনে নিয়ন্ত্রণে আনে এবং দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা চট্টগ্রাম  মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছে।


ক্ষতিগ্রস্ত আহত মো. শফিক বলেন, রাতে পরিবারে সবাই ঘুমিয়ে ছিলেন। আগুনের তাপে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠেই দেখি ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। আমরা চিৎকার করলে আশপাশের  লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তখন পাশের গোয়াল ঘর থেকে গরু বের করতে গিয়ে আমি ও ভাই ইব্রাহিমের শরীরের কয়েকটি স্থান পুড়ে যায়।


কর্ণফুলী মডেল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সাইদুজ্জামান বলেন, খবর পেয়ে পৌনে দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এ ঘটনায় নারীসহ তিনজন আহত হয়। আগুনে ৩৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, আগুনে নগদ টাকা পুড়ে গেছে। ঘটনাস্থলের যাওয়ার রাস্তাগুলো ছোট হওয়ার কারণে গাড়ি ডুকাও মুশকিল হয়ে পড়ে।

Không có bình luận nào được tìm thấy