close

লাইক দিন পয়েন্ট জিতুন!

কৃর্ত্তি খেলোয়াড়  রেহানা ও ষষ্ঠীকে শ্যামনগর প্রেসক্লাবে সংবর্ধনা..

Ranajit Barman avatar   
Ranajit Barman
সাতক্ষীরার শ্যামনগরের রেহানা ও ষষ্ঠী হকি খেলায় পদক পেয়ে ইতিহাস গড়ায় তাদের কে  শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।..

কৃর্ত্তি খেলোয়াড়  রেহানা ও ষষ্ঠীকে শ্যামনগর প্রেসক্লাবে সংবর্ধনা

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ  সাতক্ষীরার শ্যামনগরের রেহানা ও ষষ্ঠী হকি খেলায় পদক পেয়ে ইতিহাস গড়ায় তাদের কে  শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।

 চীনের দাজহুতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে বাংলাদেশের পক্ষে খেলে ৩য় স্থান অধিকার করে পদক পেয়ে ইতিহাস গড়ায় ২১ জুলাই (সোমবার) দুপুরে প্রেসক্লাব হল রুমে রেহানা ও ষষ্ঠী কে সংবর্ধনা প্রদান করা হয়। 

 রেহানা শ্যামনগরের হায়বাতপুরের  কওছার আলীর কন্যা। তার পিতা নকিপুর বাজারে সামান্য চায়ের দোকানের ব্যবসা করে মেয়ে রেহানা কে ঢাকা বিকেএসপি তে লেখাপড়া করান।  কাশিমাড়ীর কাঁঠালবাড়িয়া গ্রামের সুকান্ত রায়ের কন্যা ষষ্ঠী। টুর্নামেন্টটিতে প্রথমবার অংশ নিয়েই দেশের জন্য সাফল্য বয়ে এনেছে বাংলাদেশ নারী হকি দল।

 ১৩ জুলাই (রবিবার) তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে কাজাখস্তানকে ৬-২ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। দলের অধিনায়ক ছিলেন শারিকা রিমন। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির, সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামাল, উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ,শ্যামনগরের ফুটবল একাডেমির কোচ আক্তার হোসেন, রেহানার  পিতা কওছার আলী, ষষ্ঠির পিতা সুকান্ত রায় প্রমূখ।

ছবি- শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে হকি খেলার কৃর্ত্তি খেলোয়াড় রেহানা ও ষষ্ঠী কে বিশেষ সংবর্ধনা প্রদান ।

 

Nema komentara


News Card Generator