close

লাইক দিন পয়েন্ট জিতুন!

কপ৩০–এ জলবায়ু ন্যায়বিচার নিশ্চিতের দাবিতে শ্যামনগরে গ্লোবাল অ্যাকশন ডে পালিত..

Ranajit Barman avatar   
Ranajit Barman
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উপকূলীয় মানুষের কণ্ঠকে শক্তিশালী করতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মাইক্রোস্ট্যান্ডে গ্লোবাল অ্যাকশন ডে-২০২৫ পালন করেছে উন্নয়ন সংগঠন লিডার্স।..

কপ৩০–এ জলবায়ু ন্যায়বিচার নিশ্চিতের দাবিতে শ্যামনগরে গ্লোবাল অ্যাকশন ডে পালিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ  জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উপকূলীয় মানুষের কণ্ঠকে শক্তিশালী করতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মাইক্রোস্ট্যান্ডে গ্লোবাল অ্যাকশন ডে-২০২৫ পালন করেছে উন্নয়ন সংগঠন লিডার্স।
 শনিবার(১৫ অক্টোবর) এ কর্মসূচিতে উপকূলের সংকট, মানবিক দুর্দশা ও প্রয়োজনীয় করণীয় নিয়ে আলোচনা হয় কপ-৩০ সম্মেলনকে কেন্দ্র করে বিশ্ব জলবায়ু নেতাদের দৃষ্টি আকর্ষণ করতে এ আয়োজন করা হয়।

কর্মসূচিতে সুশীল সমাজ, নারী, যুব সম্প্রদায়, কৃষক, জেলে, সাংবাদিক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মানববন্ধন ও আলোচনার মধ্য দিয়ে উপকূলের ভয়াবহ জলবায়ু সংকট তুলে ধরা হয়।

উপকূলের বাস্তবতা তুলে ধরে উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা  নজরুল ইসলাম বলেন- “জলবায়ু পরিবর্তনের অভিঘাত আজ উপকূলের মানুষের জীবন–জীবিকা, কৃষি, পানিসংস্থান, স্বাস্থ্য- সবকিছুতে প্রভাব ফেলছে। কপ-৩০–এ বিশ্ব নেতাদের প্রতি আমাদের প্রত্যাশা—উপকূলীয় মানুষের টিকে থাকার লড়াইকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নিতে হবে।”

ফোরামের সম্পাদক রণজিৎ বর্মন বলেন- “লবণাক্ততার কারণে ফসল উৎপাদন কমে যাচ্ছে, কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, মিষ্টি পানির উৎস নিঃশেষ হয়ে যাচ্ছে। জলবায়ু অভিযোজন কর্মসূচিতে বিনিয়োগ না বাড়ালে উপকূলের মানুষ ভবিষ্যতে আরও বড় সংকটে পড়বে।

ঈশ্বরীপুর ইউনিয়নের জলবায়ু-প্রভাবিত নারী হিরন্ময়ী রানী নিজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, আমাদের কষ্টগুলো যেন বিশ্বমঞ্চে পৌঁছায়- এই আশা নিয়েই আজ এখানে এসেছি।”

যুব প্রতিনিধি মোছা. সীমা পারভীন বলেন-“জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে অনিশ্চয়তায় আছে তরুণ প্রজন্ম।  জলবায়ু ন্যায়বিচারের জোরালো দাবি তুলতে উপকূলের তরুণরা আরও সক্রিয় ভূমিকা নিতে প্রস্তুত।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা পাবলিক লাইব্রেরীর সম্পাদক নুরজাহান পারভীন ঝর্ণা, লিডার্স  এর পক্ষে জয়দেব জোয়ারদ্দার, শান্তা রানী প্রমুখ।

ছবি- শ্যামনগরে গ্লোবাল অ্যাকশন ডে পালিত।

 

Комментариев нет


News Card Generator