শনিবার দুপুর সোয়া তিনটা। মঞ্চ থেকে ঘোষণা করা হলো, একজন আহত জুলাইযোদ্ধা কথা বলবেন আপনাদের সামনে। এরপর দেখা গেল, ক্রাচে ভর করে মঞ্চে আসেন সাদা পাঞ্জাবি-পরা এক ব্যক্তি ।
তিনি জুলাইয়ে যোদ্ধাদের সবাইকে সালাম জানিয়ে বলেন, আমি আহত হয়েছি। আমি পঙ্গু। এখন পর্যন্ত সরকার কোনো সহযোগিতা করেনি আমাকে। গত বছরের এই দিনে, এই ১৯ জুলাই গুলিবিদ্ধ হই আমি । ঢাকা মেডিকেল চিকিৎসা দিতে চায়নি আমাকে।
এ সময় আক্ষেপ করে তিনি বলেন, অথচ একটি দল নির্বাচনের জন্য মরিয়া হয়ে গেছে । শহীদ পরিবারগুলো অসহায়। থামেনি তাদের কান্না। সরকার তাদের সহযোগিতা করছে না। অথচ নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে। জবাব দিতে হবে এগুলোর । বিচার করতে হবে।
প্রসঙ্গত, জুলাই আন্দোলনে এক পা হারানো ওই শ্রমিকের নাম মো: শাহ আলম।