close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

কোনো সহযোগিতা করেনি সরকার, জামায়েতের সমাবেশে আহত জুলাইযোদ্ধা..

Umme Hani Akter avatar   
Umme Hani Akter
শনিবার দুপুর সোয়া তিনটা। মঞ্চ থেকে ঘোষণা করা হলো, একজন আহত জুলাইযোদ্ধা কথা বলবেন আপনাদের সামনে। এরপর দেখা গেল, ক্রাচে ভর করে মঞ্চে আসেন সাদা পাঞ্জাবি-পরা এক ব্যক্তি । ..

শনিবার দুপুর সোয়া তিনটা। মঞ্চ থেকে ঘোষণা করা হলো, একজন আহত জুলাইযোদ্ধা  কথা বলবেন আপনাদের সামনে। এরপর দেখা গেল, ক্রাচে ভর করে মঞ্চে আসেন সাদা পাঞ্জাবি-পরা এক ব্যক্তি । 

তিনি জুলাইয়ে যোদ্ধাদের সবাইকে সালাম জানিয়ে বলেন, আমি আহত হয়েছি। আমি পঙ্গু। এখন পর্যন্ত সরকার  কোনো সহযোগিতা করেনি আমাকে। গত বছরের এই দিনে, এই ১৯ জুলাই  গুলিবিদ্ধ হই আমি । ঢাকা মেডিকেল  চিকিৎসা দিতে চায়নি আমাকে। 

এ সময়  আক্ষেপ করে তিনি বলেন, অথচ একটি দল নির্বাচনের জন্য মরিয়া হয়ে গেছে । শহীদ পরিবারগুলো অসহায়।  থামেনি তাদের কান্না। সরকার তাদের সহযোগিতা করছে না। অথচ নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে। জবাব দিতে হবে এগুলোর । বিচার করতে হবে। 

প্রসঙ্গত, জুলাই আন্দোলনে এক পা হারানো ওই শ্রমিকের নাম মো: শাহ আলম।

没有找到评论