বাংলাদেশের ক্রিকেটে দীর্ঘদিন একসঙ্গে খেলে আসা মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ এবার মাঠের বাইরে নতুন ভূমিকায় অবদান রাখার আগ্রহ দেখিয়েছেন। জাতীয় দলের এই দুই সাবেক তারকা খেলোয়াড় আন্তর্জাতিক পর্যায়ে কোচ হিসেবে কাজ করতে চান বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) আয়োজিত এক অনানুষ্ঠানিক অনুষ্ঠানে এই তথ্য জানান বুলবুল। তিনি বলেন, "আমি জানি না এটা বলা ঠিক হবে কি না, তবে মুশফিক ও মাহমুদউল্লাহ বিসিবিতে আমার দায়িত্ব গ্রহণের আগেই আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। তারা ভবিষ্যতে কোচ হিসেবে কাজ করতে আগ্রহী।"
এ জন্য বিসিবির পক্ষ থেকে একটি কোচিং শিক্ষা কর্মসূচি শুরু করার পরিকল্পনার কথাও জানান তিনি। তবে শুধু ভালো খেলোয়াড় হলেই যে কেউ সফল কোচ কিংবা দক্ষ প্রশাসক হবেন, এই ধারণা থেকে সরে আসার আহ্বান জানান বুলবুল।
তার ভাষায়, "সফল কোচ হতে হলে যথাযথ প্রস্তুতি ও পেশাদার প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। তাই আমরা পরিকল্পিতভাবে এগিয়ে যেতে চাই।"



















