close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

কোভিড-১৯-এর উৎপত্তি নিয়ে সব সম্ভাবনাই উন্মুক্ত ,বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাল—কোভিড-১৯ কোথা থেকে এসেছে, তা এখনো নিশ্চিত নয়। চীনের সহযোগিতা না থাকায় সব সম্ভাবনাই খোলা। ভবিষ্যৎ মহামারি ঠেকাতে উৎস জানাটাই এখন জরুরি।..

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, কোভিড-১৯ এর উৎপত্তি নিয়ে এখনও সব ধরনের সম্ভাবনাই উন্মুক্ত—আর এ রহস্য সমাধানে সবচেয়ে বড় বাধা হলো চীনের সীমিত সহযোগিতা।

বৃহস্পতিবার (২৬ জুন) এক বিবৃতিতে সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানোম গেব্রিয়েসুস বলেন, “আমরা এখনও জানি না এই মহামারির সূচনা কোথা থেকে, কিভাবে।” অথচ এই অজানা উৎসের কারণেই বিশ্বে অন্তত ২ কোটিরও বেশি প্রাণহানি হয়েছে, অর্থনীতি ভেঙে পড়েছে, এবং স্বাস্থ্য ব্যবস্থা বিপর্যস্ত হয়েছে।

২০১৯ সালের শেষদিকে চীনের উহান শহর থেকেই প্রথম শনাক্ত হয় প্রাণঘাতী এই ভাইরাস। এরপর মাত্র কয়েক মাসেই তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং ২০২০ সালের মার্চে WHO একে বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা করে।

ভাইরাসটির উৎস জানার জন্য WHO একটি বৈজ্ঞানিক পরামর্শক দল SA-GO (Scientific Advisory Group for the Origins of Novel Pathogens) গঠন করে। তারা সারাবিশ্ব থেকে তথ্য সংগ্রহে কাজ করলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য এখনও মেলেনি।

তেদ্রোস বলেন, “আমরা বহুবার অনুরোধ করলেও চীন সংক্রমণের প্রথম দিকের শত শত জিনোম সিকোয়েন্স, উহানের বাজারে বিক্রি হওয়া প্রাণীর তথ্য, ও গবেষণাগারের নিরাপত্তাবিষয়ক তথ্য দেয়নি।”

তিনি আরও বলেন, বিশ্বের অনেক গোয়েন্দা সংস্থা নিজ নিজভাবে এই উৎপত্তি নিয়ে তদন্ত করেছে। আমরাও সেই রিপোর্ট দেখতে চেয়েছি। কিন্তু অনেক প্রশ্ন আজও অনুত্তরিত রয়ে গেছে।

তেদ্রোস আধানোম বলেন, “এই ভাইরাস প্রাণী থেকে মানুষের শরীরে সংক্রমণ (Zoonotic Spillover) হয়েছে, নাকি গবেষণাগার থেকে ছড়িয়ে পড়েছে (Lab Leak)—তার কোনোটাই এখনও বাতিল করে দেওয়া যাচ্ছে না। সবগুলো সম্ভাবনাই উন্মুক্ত রাখা হয়েছে।”

তাঁর ভাষায়, যেসব দেশের কাছে ভাইরাসের উৎপত্তি সংক্রান্ত তথ্য আছে, তাদের প্রতি আহ্বান জানাই—এই তথ্য প্রকাশ করুন। কারণ, ভবিষ্যতে এমন মহামারির ঝুঁকি কমাতে এ তথ্য বিশ্ব মানবতার জন্য গুরুত্বপূর্ণ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, যদি আমরা কোভিড-১৯ এর উৎপত্তি না জানি, তবে পরবর্তী মহামারির ঝুঁকিকে ঠেকানো অসম্ভব হয়ে পড়বে। তাই শুধু অতীত জানার জন্য নয়, বরং ভবিষ্যৎ বাঁচাতেও এ সত্য উদ্ঘাটন করা প্রয়োজন।

বিশ্ব এখন অপেক্ষায়—কবে সামনে আসবে সেই গোপন তথ্য, যা হয়তো একদিন জানিয়ে দেবে: বিশ্ব কাঁপানো ভাইরাসের পেছনে প্রকৃতি না মানুষ, কে ছিল আসল খলনায়ক?

কোভিড-১৯ শুধু এক রোগ নয়, এটি ছিল একটি যুগান্তকারী ঘটনা। যদি তার উৎপত্তির রহস্য আজও অজানা থেকে যায়, তবে আমরা ভবিষ্যতের বিপদকে স্বাগত জানাচ্ছি—এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator