কমপ্লিট শাটডাউন’ ঘোষণা, এনবিআরের ইতিহাসে বড়সড় কর্মসূচিতে উত্তাল রাজস্ব দফতর!..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
বদলি আদেশ বাতিলসহ ৬ দফা দাবি আদায়ে এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের কলমবিরতি ও অবস্থান কর্মসূচির পর এবার লাগাতার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ঘোষণা।..

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এখন কার্যত অচলতার পথে। যৌক্তিক সংস্কারের দাবিতে এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা কলমবিরতির পর এবার ঘোষণা দিলেন ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির। রাজস্ব সংগ্রহের কেন্দ্রস্থল এই প্রতিষ্ঠানে চলমান আন্দোলনের কারণে নানামুখী সংকট দেখা দিতে শুরু করেছে।

সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টা কলমবিরতির মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে এক জরুরি সংবাদ সম্মেলনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ জানিয়ে দেয়, "দাবি না মানলে এবার আর শুধু কলম নয়, পুরো দপ্তরই বন্ধ করে দেওয়া হবে।"

এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, সাম্প্রতিক কিছু বদলি আদেশ সম্পূর্ণ প্রতিহিংসামূলক ও নিপীড়নমূলক। এ আদেশ বাতিল না করলে আগামী দিনে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

আন্দোলনের প্রধান কারণগুলো হলো:

  • কর্মকর্তাদের বিরুদ্ধে অবিচারমূলক বদলি

  • এনবিআর সংস্কারে একপেশে সিদ্ধান্ত

  • কর্মকর্তাদের মতামত উপেক্ষা

  • বিতর্কিত ব্যক্তিদের দিয়ে গঠিত সংস্কার কমিটি

মঙ্গলবার (২০ জুন): কর, কাস্টমস ও ভ্যাট দফতরে কলমবিরতি ও অবস্থান কর্মসূচি (সকাল ৯টা – দুপুর ২টা)।
২৫ ও ২৬ জুন: দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একই ধরনের কর্মসূচি।
২৮ জুন থেকে: আন্তর্জাতিক যাত্রীসেবা ব্যতীত সব দপ্তরে ‘কমপ্লিট শাটডাউন’

এছাড়া সংবাদ সম্মেলনে জানানো হয়,২৭ জুনের বদলি আদেশ বাতিল না হলে এবং বর্তমান এনবিআর চেয়ারম্যানকে অপসারণ না করলে ২৮ জুন থেকে লাগাতার শাটডাউনে যাবে এনবিআর।

গত ১২ মে সরকার এনবিআর ও আইআরডি বিলুপ্ত করে দুটি নতুন বিভাগ—রাজস্ব নীতি বিভাগরাজস্ব ব্যবস্থাপনা বিভাগ—গঠন করে অধ্যাদেশ জারি করে। এর পর থেকেই এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা অসন্তোষ প্রকাশ করে নানা কর্মসূচি পালন করে আসছেন।

আজকের আন্দোলনে সারা দেশের রাজস্ব কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এনবিআর ভবনের নিচতলায় সকাল থেকেই জড়ো হন আন্দোলনকারীরা। তারা দাবি করেন,এনবিআরের সংস্কার কমিটি একপেশে এবং এতে কোনো প্রতিনিধিত্ব নেই। বিতর্কিত ব্যক্তিদের দিয়ে গঠন করা কমিটি গ্রহণযোগ্য নয়।

 বদলি আদেশ বাতিল
 নতুন বদলির বিরুদ্ধে হুঁশিয়ারি
 বিতর্কিত এনবিআর সদস্যদের বাদ দিয়ে নতুন কমিটি
 এনবিআর চেয়ারম্যান অপসারণ
 এনবিআর সংস্কার ঐক্য পরিষদের প্রতিনিধিত্ব
 অবিলম্বে যৌক্তিক সংস্কার বাস্তবায়ন

বিশেষজ্ঞদের মতে, এনবিআরের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এ ধরনের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের রাজস্ব আদায় কার্যক্রম চরমভাবে ব্যাহত হবে। এতে বাজেট বাস্তবায়ন থেকে শুরু করে ব্যবসায়িক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

বর্তমানে সরকারের নানা প্রকল্প ও সেবা কার্যক্রম এনবিআরের রাজস্বের ওপর নির্ভরশীল। এই আন্দোলন দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

এখন সরকারের ওপর চাপ তৈরি হয়েছে—দাবি মেনে দ্রুত সমঝোতায় না এলে আগামী সপ্তাহ থেকে এনবিআরের রাজস্ব সংগ্রহ কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যাবে।

Aucun commentaire trouvé


News Card Generator