close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

কলারোয়ায় ভাইয়ের হাতে ভাই খুন

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
কলারোয়ায় মাছ ধরাকে কেন্দ্র করে আপন চার ভাইয়ের মধ্যে সংঘর্ষে মোশাররফ হোসেন নামের এক ভাই নিহত হয়েছেন..

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়ায় মাছ ধরাকে কেন্দ্র করে আপন চার ভাইয়ের মধ্যে সংঘর্ষে মোশাররফ হোসেন নামের এক ভাই নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরেক ভাই আবুল হোসেন। শনিবার (০৫ এপ্রিল '২৫) বেলা এগারটার দিকে কলারোয়ার বোয়ালিয়া গ্রামের শেখ পাড়ায় এঘটনা ঘটে। আহত আবুল হোসেনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সোহবার হোসেন ও আশরাফ হোসেনকে আটক করেছে।

নিহত মোশাররফ হোসেন বোয়ালিয়া শেখ পাড়ার মৃত ফজর আলীর মেজ ছেলে।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়,শেখ পাড়ার পাশের একটি খালে শনিবার বেলা এগারটার দিকে মোশাররফ হোসেন ও সোহরাব হোসেন  মাছ ধরছিলেন। কিছুক্ষণের মধ্যে মোশাররফ হোসেন বড় একটি মৃগেল মাছ পান। এসময় সোহরাব হোসেন তার পাশ থেকে মাছ ধরা হয়েছে বলে সেই মাছ দাবি করেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও মাছ কেড়ে নেওয়া নিয়ে ধস্তাধস্তি হয়। খবর পেয়ে তাদের অপর দু’ভাই আবুল হোসেন ও আশারাফ হোসেন ঘটনাস্থলে যান। ৪ ভাইয়ের তুমুল মারামারির সময় সোহবার হোসেন তার কাছে থাকা ছুরি দিয়ে মোশাররফ হোসেন ও আবুল হোসেনকে আঘাত করেন। এতে ছুরিকাঘাত হয়ে দু’ভাইই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করার উদ্দেশ্যে নিয়ে আসার পথে মোশররফ হোসেন মারা যান।

কলারোয়া থানার ওসি সামসুল আরেফিন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌছে সোহবার হোসেন ও আশারাফ হোসেনকে আটক করেছে। এঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

कोई टिप्पणी नहीं मिली