close

লাইক দিন পয়েন্ট জিতুন!

কলাপাড়ায় আট বছরের জলাবদ্ধতা নিরসনে খালের অবৈধ বাঁধ অপসারণ..

NAYEMUR RAHMAN RONY avatar   
NAYEMUR RAHMAN RONY
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের চাপলী, মাঝের বাড়ি, ঘোলের পাড় ও চরচাপলী এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার অবসান হয়েছে।..

 বুধবার (২৫ জুন) দুপুরে স্থানীয় প্রশাসনের উদ্যোগে প্রাকৃতিক একটি খালের ওপর গড়ে ওঠা অবৈধ বাঁধ অপসারণ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেকের নেতৃত্বে স্কেভেটর মেশিনের মাধ্যমে এই অভিযান পরিচালিত হয়। দীর্ঘদিনের এ সমস্যার সমাধানে স্থানীয় কৃষকসহ এলাকাবাসী সরাসরি সহায়তা করেন।

জানা গেছে, তিনটি গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত একটি প্রাকৃতিক খালের উপর প্রায় আট বছর আগে একটি প্রভাবশালী মহল অবৈধভাবে বাঁধ নির্মাণ করে। ফলে খালের স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ হয়ে পড়ে এবং প্রায় ২০০ বিঘা জমিতে জলাবদ্ধতা দেখা দেয়। এর ফলে কৃষিকাজে চরম বাধার পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াত, মাছ ধরা ও অন্যান্য জীবিকাও ব্যাহত হচ্ছিল।

এ বিষয়ে ধুলাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিম বলেন, ‘প্রভাবশালী একটি মহল সাধারণ কৃষকদের জিম্মি করে দীর্ঘদিন ধরে খালে বাঁধ দিয়ে রেখেছিল। প্রশাসনের উদ্যোগে সেই বাঁধ সরিয়ে এলাকাবাসী আজ মুক্তি পেয়েছে।’

স্থানীয় কৃষক সাফিজুল ইসলাম বলেন, ‘জলাবদ্ধতার কারণে আমাদের জমি ও ঘরবাড়ি পানিতে ডুবে থাকত। চলাচলে অসুবিধা হতো। আজ যেন আমরা নতুন জীবন ফিরে পেয়েছি।’

অভিযান পরিচালনাকালে সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বলেন, ‘কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি খালের পানিপ্রবাহ বন্ধ করে কৃষিকাজে বা জনজীবনে সমস্যা সৃষ্টি করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমন অপতৎপরতা রোধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।’

প্রশাসনের এমন কার্যক্রমে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা আশা করছেন, ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে, যাতে কৃষি উৎপাদন ও স্বাভাবিক জনজীবনে আর কোনো বাধা না আসে।

No comments found


News Card Generator