close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ককটেল নিক্ষেপ গোপালগঞ্জ থানায়

Arefin Mukta avatar   
Arefin Mukta
আরেফিন মুক্তা: গোপালগঞ্জ থেকে--
গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় দুষ্কৃতিকারীরা ককটেল নিক্ষেপ করেছে। বিস্ফোরণে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।..

সোমবার (১৭ নভেম্বর) রাত দশটার দিকে থানার পেছন দিকে এ ককটেল হামলার ঘটনা ঘটে। একই সময়ে কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনের সড়কেও দুটি ককটেল বিস্ফোরিত হয়। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দোকার হাফিজুর রহমান জানান, রাত দশটার দিকে থানার পেছন দিক থেকে থানা ভবনকে লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে দুষ্কৃতিকারীরা। ককটেলটি থানার একটি রুমে বিস্ফোরিত হয়। এতে পুলিশ কনস্টেবল আইরিন নাহার (৩১), আরিফ হোসেন (৩৩) ও নজরুল ইসলাম (৫২) আহত হন। পরে তাদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। তিনি আরও জানান, একই সময়ে উপজেলা কমপ্লেক্স ভবনের সামনের সড়কে দুটি ককটেল বিস্ফোরিত হয়। তবে সে ঘটনায় কেউ আহত হয়নি।

 

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার মৃদুল দাস বলেন, ‘আহত তিন পুলিশ সদস্য স্প্লিন্টারের আঘাত নিয়ে হাসপাতালে আসেন। আঘাত গুরুতর না থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ফিরিয়ে দেয়া হয়েছে।’

Nessun commento trovato


News Card Generator