কক্সবাজারের মহেশখালীতে আম পাড়তে উঠে গাছ থেকে পড়ে আবু রায়হান (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
আজ শনিবার (২৬ এপ্রিল) কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের সিপাহীর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত কিশোরের পরিবার জানায়, সকালে বাড়ির আম গাছে আম পাড়তে উঠে আবু রায়হান। অসতর্কতাবশত গাছের ডাল ভেঙ্গে সে গাছ থেকে পড়ে আহত হয়। তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রায়হান কে মৃত ঘোষণা করে।
নিহত আবু রায়হান ওই এলাকার পশ্চিম সিপাহীর পাড়ার মকবুল আহমদের পুত্র এবং স্থানীয় আজিজিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণীর ছাত্র বলে জানা যায়। তার মৃত্যুতে পরিবারও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তবে এব্যপারে মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কাইছার হামিদ বলেন, ‘কোনো শিক্ষার্থীর মৃত্যুর খবর এখন পর্যন্ত আমরা পায়নি। আমরা খোঁজ খবর নিয়ে বিষয়টি নিশ্চিত হচ্ছি। প্রয়োজনে অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।’
close
ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
Không có bình luận nào được tìm thấy



















