close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

কক্সবাজারে অসামাজিক কার্যকলাপের দায়ে হোটেল থেকে ৪৮ তরুণ তরুণী আটক।..

Tariqul Taj avatar   
Tariqul Taj
সদর উপজেলা প্রতিনিধি, কক্সবাজার

কক্সবাজারে কটেজ জোন থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৪৮ জন তরুণ-তরুণীকে আটক করেছে কক্সবাজার জেলা পুলিশ।

আটকের বিষয়টি করেছে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ ইলিয়াস খান। 

শনিবার (১৪ জুন) দিবাগত রাত ১টার দিকে কক্সবাজার শহরের লাইট হাউস এলাকায় কটেজ জোনে গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ জসিম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। আটকদের মধ্যে ৩৮ জন তরুণ ১০ জন তরুণী রয়েছে।


ওসি জানান, ‘দীর্ঘদিন ধরে লাইট হাউস এলাকার কটেজ জোনে অসামাজিক কার্যকলাপ চলছিল বলে বিভিন্ন মাধ্যম থেকে অভিযোগ আসছিল। এই অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচলনা করা হয়। এ সময় ৩৮ জন তরুণ ও ১০ জন তরুণীকে আটক করা হয়। আটককৃতদের কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।’

আটককৃতদের মধ্যে স্থানীয় বাসিন্দা এবং বাহিরের কিছু তরুণ তরুণী আছে বলে জানিয়েছেন সদর মডেল থানার ওসি।

এদিকে জেলা পুলিশের এমন অভিযানে লাইট হাউজ এলাকার দোকান মালিক ও ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরেছে।

没有找到评论