কক্সবাজার জেলার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু বক্কর ছিদ্দিক বাবুলকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইলিয়াস খান। রোববার(১২ মে) দুপুর খুরুশকুলের ইউনিয়ন পরিষদ সংলগ্ন কাওয়ার পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করেন সদর থানা পুলিশ।
ওসি গণমাধ্যমকে বলেন, জুলাই গণ অভ্যুত্থানের বৈষম্য বিরোধী ছাত্রদের করা মামলার এজাহার ভুক্ত আসামী। এছাড়াও ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক বাবুল একটি নারী ও শিশু নির্যাতন মামলার গ্রেফতারি পরোয়াভুক্ত পলাতক আসামি ছিলেন। তিনি এলাকায় অবস্থান করার খবর পেয়ে সদর মডেল একদল পুলিশ তাকে গ্রেফতারের অভিযানে যায়। অভিযানে পুলিশের সামনে পড়ে গেলে একটি বড় পুকুরে ঝাপ দেন আবু বক্কর সিদ্দিক বাবুল। পরে পুকুরের অপর প্রান্ত উঠে যাওয়ার সময় তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশের চৌকস দল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুকুরে ঝাপ দিয়ে অপর প্রান্তে উঠার চেষ্টা করেন ইউপি সদস্য আবু বকর সিদ্দিক বাবুল। ওই প্রান্তেও পুলিশ তাকে ধরতে গেলে তিনি পুলিশকে চিৎকার করে এবং শপথ করে বলতে থাকেন, দুদিন আগে তার মা মারা গেছে। আগামীকাল মঙ্গলবার তার মায়ের মৃত্যু উপলক্ষে মেজবানের আয়োজন করা হয়েছে। তাই তাকে গ্রেফতার না করার জন্য হাতজোড় করে আকুতি জানান তিনি। তবে পুলিশ তার অনুরোধ রক্ষা না করে তাকে আটক করেন।
close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
Nema komentara