কক্সবাজারের টেকনাফে একক ও যৌথ অভিযানে ৪৬ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল কোস্টগার্ড। এসব মাদকের মধ্যে রয়েছে ৯ লাখ ৫ হাজার ৪৯০ পিচ ইয়াবা ও ৬০ কেজি ২২৫ গ্রাম গাঁজা।
আজ শুক্রবার দুপুর ১২ টায় ম্যাজিস্ট্রেট, কোস্টগার্ড, বিজিবি, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে মাদক ধ্বংস করা হয়।
গত আড়াই মাসে বিভিন্ন অভিযানে এই মাদকদ্রব্য গুলো জব্দ করেছিল আইনশৃঙ্খলা বাহিনী। মাদকদ্রব্য জব্দের এই তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন কোস্টগার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার সালাহউদ্দিন রশীদ তানভীর।
লে. কমান্ডার সালাহউদ্দিন রশীদ তানভীর গণমাধ্যমদের বলেন, ২৭ ফেব্রুয়ারি থেকে ১৬ এপ্রিল পর্যন্ত কোস্ট গার্ড পূর্ব জোনের অধীনস্থ বিসিজি স্টেশন কক্সবাজার, কুতুবদিয়া, টেকনাফ, সেন্টমার্টিন ও আউটপোস্ট শাহপরী কর্তৃক সমুদ্র উপকূল হতে কোস্ট গার্ডের একক এবং র্যাবের সমন্বয়ে ১২ টি মাদক বিরোধী অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়েছিল।
কোস্টগার্ডের এই কর্মকর্তা আরো বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। মাদক পাচার রোধে কোস্ট গার্ডের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্টগার্ডের এই কর্মকর্তা।
close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
কোন মন্তব্য পাওয়া যায়নি