close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

কক্সবাজার-৪: বড় ভাই বিএনপি প্রার্থীর বিরুদ্ধে জামায়াত প্রার্থীর পাশে ছোট ভাই! নির্বাচনী মাঠে নাটকীয় মোড়..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
The younger brother of the BNP candidate in Cox's Bazar-4, a former Jamaat leader, is campaigning for the Jamaat candidate against his elder brother.

সীমান্তবর্তী উখিয়া ও টেকনাফ উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে নির্বাচনী প্রচারণায় এক অভাবনীয় নাটকীয় মোড় দেখা দিয়েছে। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর আপন ছোট ভাই অ্যাডভোকেট শাহ জালাল চৌধুরী, যিনি জামায়াতে ইসলামীর কক্সবাজার জেলা শাখার দায়িত্বশীল, তিনি প্রকাশ্যে সমর্থন জানিয়ে নেমেছেন জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারীর পক্ষে।

গতকাল শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে উখিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত ছাত্র-তরুণ সমাবেশে এই অপ্রত্যাশিত ঘটনাটি ঘটে। সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ জালাল চৌধুরী বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত হয়ে আনোয়ারীর জন্য জনগণের কাছে ভোট চান।

সমর্থন ঘোষণার সময় তিনি বলেন, "আমরা সৎ লোকের শাসন চাই, এজন্য নতুন বাংলাদেশে আপনাদের জন্য নতুন নেতৃত্ব নিয়ে হাজির হয়েছি।" তিনি জামায়াত প্রার্থী অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারীকে নতুন নেতৃত্ব হিসেবে অভিহিত করে তার ওপর আস্থা রাখার আহ্বান জানান। এরপরই তিনি মঞ্চে উপস্থিত প্রধান অতিথি জামায়াতের কেন্দ্রীয় সহকারী জেনারেল মুহাম্মদ শাহজাহানকে ডেকে তুলে মাঝখানে আনোয়ারীকে রেখে ঘোষণা করেন যে, উখিয়া-টেকনাফের মানুষ যেন এই তিনজনের ওপর আস্থা ও বিশ্বাস রাখেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একই আসনে বড় ভাই বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ছোট ভাইয়ের জামায়াত প্রার্থীর পক্ষে প্রচারণায় নামা স্থানীয় রাজনীতিতে একটি বড় প্রভাব ফেলবে। উল্লেখ্য, শাহজাহান চৌধুরী চারবার সংসদ সদস্য নির্বাচিত হলেও, ছোট ভাই শাহ জালাল চৌধুরী (সাবেক জামায়াত আমির) ১৯৯৬ সালের জাতীয় নির্বাচনে জামায়াতের সমর্থনে ধানের শীষের প্রার্থী বড় ভাই শাহজাহান চৌধুরীর বিরুদ্ধেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর কাছে দুজনই পরাজিত হয়েছিলেন। এবার পুরনো দ্বন্দ্বের রেশ ধরে ছোট ভাইয়ের এই সক্রিয় ভূমিকা ভোটের সমীকরণ পাল্টে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

No comments found


News Card Generator