কিশোরগঞ্জে 'বাজিতপুর উপজেলা মডেল প্রেস ক্লাব' নামে নতুন একটি সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। ১ আগস্ট শুক্রবার রাতে বাজিতপুর উপজেলার সরারচর বাজারে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত সাংবাদিকদের মতামতের ভিত্তিতে সংগঠনটির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। দৈনিক নিরপেক্ষ পত্রিকার উপজেলা প্রতিনিধি নুরুজ্জামান আশরাফকে আহ্বায়ক ও দৈনিক মানবকথন পত্রিকা ও আইনিউজ বিডির উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলমকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
আলোচনায় বলা হয়, পূর্ণাঙ্গ কমিটি করার আগ পর্যন্ত এ আহ্বায়ক কমিটি কাজ করবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাউন্সিলের মাধ্যমে উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে দ্রুত নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করার কথা বলা হয়।
কাউন্সিল করার জন্য সাংবাদিকদের নিয়ে স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন ও কাউন্সিল করার পূর্ণ প্রস্তুতির লক্ষ্যে আহ্বায়ক কমিটিকে দায়িত্ব দেওয়া হয়।
নতুন এ সংগঠনটি প্রকৃত সংবাদকর্মীদের অধিকার ও পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বাঁধা অতিক্রম করার কৌশল, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, হলুদ সাংবাদিকতা দূরীকরন ও সাংবাদিকদের সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করবে বলে জানান দায়িত্বপ্রাপ্তরা।
উপস্থিত সাংবাদিকরা বলেন, অনেকেই নিজের সুবিধার জন্য, অবৈধ সুযোগ সুবিধা আদায়ের লক্ষ্যে সরকার স্বীকৃত অন্য পেশায় বেতনভুক্ত হয়ে কর্মচারী বিধিমালা লঙ্ঘন করে সাংবাদিক পরিচয় বহন করে। প্রকৃত সংবাদকর্মীদের সংবাদ সংগ্রহে প্রভাব বিস্তারসহ নানা রকম অপকর্ম করে থাকে। নতুন এই সংগঠনটি শুধু প্রকৃত সংবাদ কর্মীদের নিয়ে গঠন করা হবে। এখানে থাকবে প্রশিক্ষিত, উচ্চ শিক্ষিত, মেধাবী ও শুধু সাংবাদিকতা করছেন এমন ব্যক্তিরাই।
নতুন এ সংগঠনটি নিয়ে বক্তারা বলেন, বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে সাংবাদিক পরিচয়ে অনেকেই সমাজে অপকর্ম করে থাকে, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে না, পড়াশুনা ও যোগ্যতা নেই, অন্য পেশায় চাকুরী করে এমন ব্যক্তিদের কখনোই এ সংগঠন সদস্যপদ দিবে না।
সংগঠনটির সদস্য হওয়ার জন্য সর্বনিম্ন মাধ্যমিক পাশের কথা উল্লেখ করেন উপস্থিত সংবাদকর্মীরা। এছাড়া দ্রুত একটি গঠনতন্ত্র প্রণয়নের কথাও বলেন তারা।
close
ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
কিশোরগঞ্জের বাজিতপুরে নতুন সাংবাদিক সংগঠন 'মডেল প্রেসক্লাব' এর আনুষ্ঠানিক যাত্রা..


Nessun commento trovato