কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা মোঃ ওমর ফারুক লিটনকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করেছে। সোমবার (২ জুন) সকালে কাতার থেকে দেশে ফেরার পর বিমানবন্দরের ইমিগ্রেশন চেকিংয়ে তার বিরুদ্ধে ওয়ারেন্ট থাকার বিষয়টি ধরা পড়ে। ইমিগ্রেশন পুলিশ বিষয়টি কিশোরগঞ্জ সদর মডেল থানায় জানালে, সন্ধ্যায় পুলিশের একটি দল বিমানবন্দরে গিয়ে তাকে গ্রেপ্তার করে।
@অলি উল্লাহ অলি
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			