কিশোরগঞ্জ (নীলফামারী), ১ সেপ্টেম্বর ২০২৫: কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মধ্য রাজিব চেংমারী ক্যানেলের ধারে গাঁজা সেবনরত অবস্থায় মোঃ রাশেদুল ইসলাম কালটা (২৫) নামে এক ব্যক্তিকে গাঁজাসহ আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির পিতার নাম আব্দুল মজিদ, এবং তিনি মধ্য রাজিব চেংমারী এলাকার বাসিন্দা।
গতকাল রাত ৮:৩০ টার দিকে কিশোরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আলমগীরের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আসামীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জনসমক্ষে দৃষ্টান্তমূলক এই শাস্তি প্রদানের সময় উপস্থিত জনসাধারণ স্বস্তি প্রকাশ করেন এবং মাদকের বিরুদ্ধে এ ধরনের কঠোর পদক্ষেপকে সাধুবাদ জানান।
প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন কিশোরগঞ্জ থানার এসআই মোঃ আলমগীর। এ ঘটনায় এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন।
コメントがありません