১২ নভেম্বর(বুধবার) সকাল ১১ঘটিকায় জেলা তথ্য অফিস, কিশোরগঞ্জের আয়োজনে ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতায় হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে সহকারী শিক্ষক কুতুব উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. নাজিরুজ্জামান, জেলা শিক্ষা ও গবেষণা কর্মকর্তা, জেলা শিক্ষা অফিস, কিশোরগঞ্জ। বিশেষ অতিথি ছিলেন মো. ফখরুল ইসলাম, সিনিয়র তথ্য অফিসার, জেলা তথ্য অফিস, কিশোরগঞ্জ।
আলোচনায় বক্তারা বলেন, সমাজের সর্বস্তরে নারীর অংশগ্রহণ ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গঠন সম্ভব। নারীরা যদি শিক্ষিত, প্রযুক্তি-দক্ষ ও আত্মনির্ভর হয়, তবে পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত উন্নয়নের ধারা আরও গতিশীল হবে।
তথ্যপ্রযুক্তি ব্যবহার ও ইন্টারনেট নিরাপত্তা, বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণে নারীর অংশগ্রহণ,
সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক ব্যবহার,মানবতা, সততা, জবাবদিহিতা ও নৈতিকতার চর্চা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মঞ্জুরুল হক, সিনিয়র শিক্ষক মো. রফিকুল ইসলাম, মোহাম্মদ রফিকুল ইসলাম (ক্রীড়া)।
সভা শেষে অংশগ্রহণকারীরা নারীর অগ্রযাত্রা ও সমাজে সচেতনতা বৃদ্ধিতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।



















