close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

Rudra Biswas avatar   
Rudra Biswas
খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

খুলনা রূপসা সেতু ’র পশ্চিম প্রান্তে দারোগার লীজ নামক স্থানে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ সময়ে আহত হয়েছে আরও চারজন। সোমবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ইজিবাইক চালক রফিকুল ইসলাম ৫৬ ও যাত্রী তানজিল ১২

লবণচরা থানা ক্যাম্প ইনচার্জ (আইসি) উপ-পরিদর্শক মোঃ আব্দুর রহিম ,

আই নিউজ বিডির সাংবাদিক রুদ্র বিশ্বাসকে জানান,,

সোমবার ভোরের দিকে চাদপুর থেকে কয়েকজন খুলনায় আত্মীয়ের বাড়ি আসছিল। বাস থেকে নেমে তারা ইজিবাইকে করে রং সাইড হয়ে যাচ্ছিল। এ সময়ে বাগেরহাট থেকে একটি ট্রাক তাদেরকে ধাক্কা দিলে ইজিবাইক চালক রফিকুল ইসলাম ( ৫৬) ও যাত্রী তানজিল (১২) নিহত হন। এ সময়ে আহত হন ইজিবাইকের আরও ৪ যাত্রী। আহতদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

রিপোর্টার 

রুদ্র বিশ্বাস 

খুলনা 

 

Không có bình luận nào được tìm thấy


News Card Generator