close

লাইক দিন পয়েন্ট জিতুন!

খুলনা কুয়েট শিক্ষার্থী ইফাজ হামলার প্রতিবাদে খুলনা সিটি কলেজ এর বিক্ষোভ সমাবেশ।..

ফাহিম ইসলাম  avatar   
ফাহিম ইসলাম
****

খুলনার কুয়েটের শিক্ষার্থী ছাত্রদলের সমর্থক ইফাজের উপর গতকালকের হামলার প্রতিবাদে বিচারের দাবী নিয়ে  খুলনা সিটি কলেজ এর ছাত্রদল বিক্ষোভ সমাবেশ করে। উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন সিটি কলেজের ছাত্রদলের সাবেক আহবায়ক রাজু আহমেদ  (সভাপতি) মাসুম বিল্লাহ  (সাধারণ সম্পাদক) রাকিব হাসান  (সিনিয়র সহ-সভাপতি) সানজিদা রহমান অরিন (সহ-সভাপতি) শাহজালাল আকাশ সহ আরো অনেকে। 
এই সময় তারা  বলেন ৪৮ ঘন্টার মধ্যে  ইফাজের উপর হামলার  সুস্থ তদন্ত ও হামলাকারীদের গ্রেফতার না করা হলে ৪৮ ঘন্টা পরে খুলনার সকল কলেজের সাধারণ শিক্ষার্থী ও  ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে খুলনার রাজপথে নামবো প্রয়োজন হলে কে.এম.পি ঘেরাও করবো।

প্রতিবেদনঃ ফাহিম ইসলাম

Không có bình luận nào được tìm thấy


News Card Generator