close

লাইক দিন পয়েন্ট জিতুন!

খুলনায় যৌথবাহিনীর অভিযানে গ্রেনেড বাবুর ক্যাশিয়ার ‘মোটা রাজু’সহ পাঁচজন গ্রেপ্তার..

MD ABDULLAH avatar   
MD ABDULLAH
খুলনায় যৌথবাহিনীর অভিযানে গ্রেনেড বাবুর ক্যাশিয়ার ‘মোটা রাজু’সহ পাঁচজন গ্রেপ্তার..

খুলনায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে গ্রেনেড বাবুর ক্যাশিয়ার সাব্বির হোসেন রাজু ওরফে মোটা রাজুসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার (২২ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নগরীর শেখপাড়া এলাকার আগাখান স্কুলের পেছন থেকে তাদের আটক করা হয়। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত অন্যরা হলেন— সৈয়দ সিবগাতুল্লাহ দীপ্র, রনি, রায়হান ও রাসেল খান। তাদের বিরুদ্ধে গ্রেনেড বাবুর ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

সোনাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) খালিদ জানান, সেনাবাহিনীর একটি অভিযানিক দল নগরীর শেখপাড়া এলাকায় অস্ত্র ও মাদক উদ্ধারের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করে। এ সময় পাঁচজনকে আটক করা হয়।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাদের খুলনা সদর ক্যাম্পে নেয়া হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

Không có bình luận nào được tìm thấy