বুধবার সন্ধ্যা সাতটার দিকে বয়রা বাজার এলাকায় এই ঘটনা ঘটে।। আহত যুবকের নাম মোঃ আব্দুর রহিম, সোনাডাঙ্গা আদর্শ পল্লী এলাকার বাসিন্দা।।
বয়রা বাজারে দাঁড়িয়ে থাকা অবস্থায় দুই তিনজন যুবক এসে ধরাল অ*স্ত্র দিয়ে কুপিয়ে ঘটনায় স্থান ত্যাগ করে।। 
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা আড়াইশো বেড মেডিকেল কলেজে নিয়ে যায়
		
				
			


















