close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

খুলনায় বাসে তল্লাশিতে ধরা পড়লো স্বর্ণ চোরাচালান! দুই নারী আটক..

MD ABDULLAH avatar   
MD ABDULLAH
খুলনায় বাসে তল্লাশিতে ধরা পড়লো স্বর্ণ চোরাচালান! দুই নারী আটক

খুলনায় বাসে তল্লাশিতে ধরা পড়লো স্বর্ণ চোরাচালান! দুই নারী আটক

মোঃ আব্দুল্লাহ,জেলা প্রতিনিধি, খুলনা।

খুলনার ছাচিবুনিয়া বিশ্বরোড মোড়ে নিয়মিত তল্লাশির সময় বাস থেকে অবৈধ স্বর্ণের বারসহ দুই নারীকে আটক করেছে পুলিশ।

আটক নারীদের একজনের নাম রোজী। তিনি ঢাকার বাসাবো এলাকায় বসবাস করেন। তার স্বামী হাবীব বর্তমানে বেকার। রোজী প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, এর আগেও তিনি একাধিকবার স্বর্ণ চোরাচালানে জড়িত ছিলেন। তবে এবারই প্রথমবার পুলিশের হাতে ধরা পড়লেন।

পুলিশ সূত্রে জানা যায়, রোজী ঢাকা থেকে টুংগীপাড়া এক্সপ্রেসের (ঢাকা–সাতক্ষীরা) কোচ নং ২০১৯, রেজিঃ ঢাকা মেট্রো ব-১৫-২০৪৩ বাসযোগে সাতক্ষীরায় স্বর্ণ পাচার করছিলেন। এ কাজে তাকে ৬ হাজার টাকা দেওয়ার কথা ছিল।

বর্তমানে আটক দুই নারীকে লবনচরা থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

Không có bình luận nào được tìm thấy