খানসামায় প্রতিবেশীর শিশু সন্তানকে হত্যায় অভিযুক্ত গ্রেপ্তার, ৭দিনের রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ ..

Salahuddin Ahmed avatar   
Salahuddin Ahmed
তুচ্ছ ঘটনায় প্রতিবেশীর শিশু সন্তানকে পানিতে চুবিয়ে নির্মমভাবে হত্যা,
স্টাফ রিপোর্টার, দিনাজপুর  > দিনাজপুরের খানসামায় প্রতিবেশীর শিশু সন্তানকে গর্দান টিপে পুকুরে চুবিয়ে নির্মমভাবে হত্যার অভিযোগে রবিউল ইসলাম নামে এক ব্যক্তিকে আজ সোমবার গ্রেপ্তার করেছে স্হানীয় থানা পুলিশ। ৭দিনের রিমান্ড আবে পদনসহ তাকে আদালতে তুলে দেওয়া হয়েছে। গতকাল রবিবার দুপুরে ওই হত্যাকান্ড ঘটে।
  হত্যার শিকার আরাফাত হোসেন (১৩) ১নং আলোকঝাড়ী ইউনিয়নের গোবিন্দপুর উকিল পাড়ার ছাইদুলের ছেলে। সে ৬ষ্ঠ শ্রেণিতে পড়তো।
  মামলার তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক শাহারুল আলম জানান, গতকাল ১৫ জুন রবিবার খানসামার ১নং আলোকঝাড়ী ইউনিয়নের গোবিন্দপুর উকিল পাড়া গ্রামে জনৈক হাবিবুর রহমান হবুল ইসলামের পুকুরে জলকেলীসহ সাতার কাটছিল কয়েকজন শিশু কিশোর। তাদের সঙ্গে পুকুরে নেমে জলকেলীতে অংশ নিয়েছিল অভিযুক্ত রবিউল ইসলামের শিশু ছেলেও। সাতার না জানা তার ছেলেকে নিয়ে পুকুরে নামানোর অভিযোগে সবাইকে ১০ / ২০টা করে দিব দেওয়ার শাস্তি দেয় রবিউল ইসলাম । এতেও রাগ প্রশমন করতে না পেরে এক পর্যায়ে পুকুরে নেমে সে প্রতিবেশী ছাইদুলের শিশু সন্তান আরাফাত হোসেনের গর্দান টিপে ধরে পানিতে চুবাতে থাকে। এক পর্যায়ে রবিউল তলিয়ে গেলে অন্যান্যদের চিৎকারে এগিয়ে আসে পাড়াপড়সিরা। পুকুরে খোজাখোজি করে তাকে মুমূর্ষ অবস্হায় উদ্ধার করে খানসামা উপজেলা শহরের একজন পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান তারা। এসময় নাক মুখ দিয়ে রক্ত ঝরছিল আরাফাতের। শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। সুরতহাল রিপোর্টে শিশুটির গর্দানে ক্ষত দাগ চোখে পড়ায় লাশ ওই দিনই একটি ইউডি মামলা রেকর্ড করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে লাশ প্রেরন করা হয়। আজ সোমবার লাশের ময়না তদন্ত করেছেন সংশ্লিষ্ট ফরেনসিক চিকিৎসক। 
  থানার ইনচার্জ নাজমুল কাদের হক জানান, অভিযুক্ত রবিউল ইসলামকে আজ গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ৭ দিনের রিমান্ড আবেদনসহ তাকে আদালতে তুলে দিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক শাহারুল আলম। 
###
نظری یافت نشد


News Card Generator