মো. আজিজার রহমান, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
৩ জুলাই (বুধবার) সকাল ১০টা ৫৫ মিনিটে বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শতাধিক অভিভাবক, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রধান শিক্ষক জেবুন নেছা দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে অনিয়ম, অর্থ আত্মসাৎ, স্বেচ্ছাচারিতা, অনুপস্থিতি ও দায়িত্বে গাফিলতির সাথে জড়িত। এর ফলে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে।
মানববন্ধনে বক্তারা দ্রুত তদন্ত সাপেক্ষে প্রধান শিক্ষককে অপসারণের দাবি জানান এবং বিদ্যালয়ে সুষ্ঠু ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে শিক্ষার্থীদের সাথে অভিভাবকরা প্ল্যাকার্ড হাতে নিয়ে “জেবুন নেছার অপসারণ চাই” ইত্যাদি স্লোগান সম্বলিত ফেস্টুন প্রদর্শন করেন।
এসময় বক্তারা বলেন, ‘‘শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম সহ্য করা হবে না। একজন প্রধান শিক্ষকের অনিয়মের কারণে কোমলমতি শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হতে পারে না।’’
মানববন্ধন শেষে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী জানান, দাবি আদায় না হলে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে।
তবে এ বিষয়ে প্রধান শিক্ষককে ফোন করলেও তিনি ফোন ধরেননি।