ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির বাণিজ্য বিভাগের শিক্ষার্থী তাসনিমুল তাওহীদ (বয়স: ১৪) নিখোঁজের চারদিন পর ফেনীর দাগনভূঞা থেকে উদ্ধার করা হয়েছে।
জানা যায়, গত ২ জুলাই (মঙ্গলবার) শিক্ষার্থীটি নিখোঁজ হয়। শুরুতে পরিবার ও সহপাঠীরা চরম উদ্বেগে থাকলেও পরে নিশ্চিত হওয়া যায়, সে স্বেচ্ছায় নিরুদ্দেশ হয়েছিল এবং নিজ উদ্যোগে তার মোবাইল ও অন্যান্য সোশ্যাল অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিল। তবে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি বন্ধ না করায় সেখান থেকেই প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করতে সক্ষম হন গোয়েন্দা সংস্থার (ডিবি) কর্মকর্তারা।
তাদের তথ্যের ভিত্তিতে ডিবি সদস্যরা অভিযান চালিয়ে শনিবার (৬ জুলাই) তাকে দাগনভূঞা এলাকা থেকে উদ্ধার করেন।
শিক্ষার্থী বর্তমানে তার পরিবারের কাছে নিরাপদে আছে বলে জানিয়েছে পুলিশ। কী কারণে সে নিখোঁজ হয়েছিল বা কোথায় ছিল – সে বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।
close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
Ingen kommentarer fundet