বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তার একান্ত সচিব, সজিব এম খায়রুল ইসলাম এবং কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম গুলশানে খালেদা জিয়ার বাসায় যান। এ সময় খালেদা জিয়ার পক্ষে তার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার ফুলেল তোড়া গ্রহণ করেন।
ফুলেল তোড়া দেওয়ার সময় দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বেলায়েত হোসেন, মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান এবং চেয়ারপারসনের কর্মকর্তা মাসুদ রহমানও উপস্থিত ছিলেন।