close

লাইক দিন পয়েন্ট জিতুন!

খালেদা জিয়ার সুস্থতা কামনায় পুরো গ্রামবাসীর নফল রোজা পালন..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
Over a thousand villagers in Barlekha observed an optional fast and held a joint Iftar, praying for the speedy recovery of critically ill Khaleda Zia.

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য এক অভূতপূর্ব ধর্মীয় উদ্যোগ গ্রহণ করেছে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সাধারণ মানুষ। ঢাকায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা এই জনপ্রিয় নেত্রীর সুস্থতা কামনায় বৃহস্পতিবার (৪ঠা ডিসেম্বর) এই অঞ্চলের সহস্রাধিক গ্রামবাসী নফল রোজা পালন করেছেন। এই ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে তারা খালেদা জিয়ার প্রতি তাদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন।

দিনের শেষে, রোজা পালনকারী এসব মানুষ উত্তর চৌমুহনী শাহী ঈদগা ময়দানে একত্রিত হয়ে একযোগে ইফতার করেন। ইফতার শেষে বেগম জিয়ার দ্রুত আরোগ্য লাভ এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রক্রিয়া সফল করার জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন উত্তর চৌমুহনী ঈদগাহের খতিব মাওলানা আব্দুল্লাহ আল মারুফ।

এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু। তিনি তাঁর বক্তব্যে খালেদা জিয়াকে শুধু বিএনপির নেত্রী হিসেবে নয়, বরং "গণতন্ত্র, মানবাধিকার ও জনগণের ভোটের অধিকার রক্ষার সংগ্রামের প্রতীক" হিসেবে আখ্যা দেন। তিনি বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে দেশ ও জনগণের মুক্তির জন্য সংগ্রামে বহুবার জেল খাটা এই নেত্রীর উপস্থিতি অত্যন্ত জরুরি।

শুধু পুরুষরাই নয়, বড়লেখা উপজেলার শত শত নারীও এদিন খালেদা জিয়ার সুস্থতার জন্য নফল রোজা রেখেছিলেন। নফল রোজা ও সম্মিলিত ইফতারের মাধ্যমে এই গ্রামবাসী প্রমাণ করলেন যে, গুরুতর অসুস্থ থাকা সত্ত্বেও খালেদা জিয়া এখনও তৃণমূলের মানুষের হৃদয়ে গভীর শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত। এসময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বহু নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

No comments found


News Card Generator