খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে জেলা কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে জেলা কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ইউনুস আলী, সাধারণ সম্পাদক জালিস মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম শেখসহ কাঁচা বাজারের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
মাহফিলে বক্তারা বলেন, দেশনেত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ। দেশপ্রেমিক ও মজলুম নেত্রীর সুস্থতা জাতির সামগ্রিক কল্যাণের সঙ্গে সম্পৃক্ত। তাঁর দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করি।
অনুষ্ঠান শেষে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।
close
লাইক দিন পয়েন্ট জিতুন!
Ingen kommentarer fundet



















