রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল পিরোজপুর জেলা শাখার উদ্যোগে শ্রমিক দলের কার্যালয়ে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।
জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপুর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, পৌর বিএনপির সভাপতি শেখ শহীদুল্লাহ, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মাহতাব উদ্দিন রিপনসহ জেলা শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশনেত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ। দেশপ্রেমিক ও মজলুম নেত্রীর সুস্থতা জাতির সামগ্রিক কল্যাণের সঙ্গে সম্পৃক্ত। তাই তাঁর দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দলীয় নেতাকর্মীরা বিশেষ মোনাজাতে অংশ নেন।
অনুষ্ঠান শেষে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।
close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
Ingen kommentarer fundet



















