খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন পাঁচ শতাধিক মানুষ..

Md Jakir Hossain avatar   
Md Jakir Hossain
খাগড়াছড়ির দীঘিনালায় পোমাং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ সেনাবাহিনীর দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।..

 

আজ সকাল থেকে "জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান-২০২৫" এর অংশ হিসেবে  বাংলাদেশ সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেডের সার্বিক আয়োজনে এবং ৫ ফিল্ড অ্যাম্বুলেন্স ও দীঘিনালা জোনের ব্যবস্থাপনায় দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে পাচ শতাদিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়। 

চিকিৎসাসেবা প্রদান করেন ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের মেডিসিন বিশেষজ্ঞ মেজর মোঃ মোজাম্মেল হোসেন, গাইনী বিশেষজ্ঞ মেজর তাসমিয়া আক্তার, মেডিকেল অফিসার ক্যাপ্টেন লাবনী জামান এবং দীঘিনালা সেনা জোনের আরএমও ক্যাপ্টেন মোঃ রাকিবুল ইসলাম।

এসময় ইসিজিসহ বিভিন্ন প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে রোগীদের হাতে বিনামূল্যে ওষুধ তুলে দেন তারা।

মেডিসিন বিশেষজ্ঞ মেজর মোঃ মোজাম্মেল হোসেন বলেন, “জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে  আমাদের আজকের এই আয়োজন। পার্বত্য অঞ্চলে পাহাড়ি বাঙ্গালির মাঝে সম্প্রীতি বজায় রাখা আমাদের প্রধান লক্ষ্য। তাই আজকে আমরা দুর্ঘম এলাকায় পাহাড়ি-বাঙ্গালি সহ সকল সম্প্রদায়ের মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এসেছি। সেনাবাহিনীর পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”

চিকিৎসাসেবা গ্রহণকারী  গর্ভবতী নারী জেসমিন চাকমা বলেন,
“কাল থেকে পেটে ব্যথা। গাইনী ডাক্তারকে দেখাতে পেরে খুব ভালো লেগেছে। ওষুধও ফ্রি দিয়েছে। সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানাই।”

আরেক  ষাটোর্ধ্ব রোগী কিরণ চাকমা বলেন “আমি দীর্ঘদিন ধরে হাতে পায়ের ব্যথা ও জ্বরে ভুগছি। ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়ার মতো সামর্থ্য নেই আমার। এখানে পরিক্ষা নিরীক্ষা করে ফ্রী ওষুধ দিয়েছে। তার জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি। 

স্থানীয় জনগণ এই মানবিক উদ্যোগের জন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত পাহাড়ি অঞ্চলে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন স্থানীয় প্রতিনিধিগণ।

没有找到评论