রবিবার (৩০ মার্চ) বিকাল ৩:০০ টায় খাগড়াছড়ির দীঘিনালার বোয়ালখালী ইউনিয়নের পশ্চিম থানা পাড়ার আল-হুদা মহিলা মাদ্রাসায় খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান সহধর্মিণীসহ উপস্থিত হয়ে এ আর্থিক সহায়তা ও ঈদ সামগ্রী মাদ্রাসা পরিচালনা কমিটির হাতে তুলে দেন। এসময় দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লেঃ কর্নেল ওমর ফারুক উপস্থিত ছিলেন।
এসময় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থী পরিচালনা কমিটির সাথে মতবিনিময় এবং মাদ্রাসার শ্রেণীকক্ষ পরিদর্শন করে বলেন, মাদ্রাসায় পাঠদান কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত অর্থ বরাদ্দ দিয়ে সংস্কার কাজ শেষ করা সম্ভব নয়। দীঘিনালা জোনের তত্ত্বাবধানে মাদ্রাসা পরিচালনা কমিটির সাথে পরিকল্পনা করে সংস্কার কাজ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করা হবে।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ মাসুদ রানা বলেন, রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান আমাদের মাদ্রাসা সংস্কারের জন্য যে সহায়তা দিচ্ছেন আমরা তার জন্য বাংলাদেশে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞ।
শেষে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান সহধর্মিণীসহ মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসীর সাথে অগ্রীম ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং মহিলা মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠায় এই মহতী উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
এ সময় অন্যান্যদের মধ্যে দীঘিনালা সেনা জোনের উপ- অধিনায়ক মেজর মেহেদী হাসান, পিএসসি, দীঘিনালা সেনা জোনের এডজুটেন্ট ক্যাপ্টেন আহনাফ হোসেন, জেলা পরিষদ খাগড়াছড়ি এর সদস্য ও বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমাসহ উপস্থিত ছিলেন।