রেকসন জাম্বুড়া পাড়া এলাকার বাসিন্দা এবং হাজাছড়া জোড়াব্রিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র ছিল।
তথ্যসূত্রে জানা যায়, গতকাল (১৯ জুলাই) রাত আনুমানিক ২টার দিকে রেকসনকে একটি বিষাক্ত সাপ (চাকমা ভাষায় 'কালা জাম্বুড়া') কামড়ায়। সাপে কামড়ানোর পর তাকে স্থানীয় পাহাড়ি বৈদ্য (ওঝা) দিয়ে চিকিৎসা করানো হয়। অবস্থার অবনতি হলে এরপর পরিবারের সদস্যরা তাকে দ্রুত খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে চিকিৎসকের মৃত ঘোষণা মানতে না পেরে পরিবারের সদস্যরা রেকসনের মৃতদেহ বাড়িতে নিয়ে গিয়ে পাহাড়ি আবারও ওজার শরণাপন্ন হন। তবে দীর্ঘ সময় চেষ্টা করেও ওজাও তাকে বাঁচাতে ব্যর্থ হন এবং শেষমেশ তিনিও রেকসনকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।